Home Zoom জুম জয়েনিং Article
প্রিয় শিক্ষার্থীরা,
অনলাইনে ক্লাস বা মিটিংয়ে অংশগ্রহণ সহজ করতে জুম (Zoom) অ্যাপে যোগদান ও স্ক্রিন শেয়ার করার নিয়মগুলো নিম্নে দেওয়া হলো:
১. জুম অ্যাপে যোগদানের নিয়ম:
✅ প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে Zoom অ্যাপ ইনস্টল করুন।
✅ অ্যাপ খুলে Join a Meeting অপশনে ক্লিক করুন।
✅ প্রাপ্ত Meeting ID এবং Passcode দিয়ে ক্লাসে যোগ দিন।
✅ মাইক্রোফোন ও ক্যামেরা প্রয়োজন অনুযায়ী চালু/বন্ধ করুন।
২. মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করার নিয়ম:
✅ মিটিং চলাকালীন, স্ক্রিনের নিচে থাকা Share Screen বাটনে ক্লিক করুন।
✅ প্রয়োজনীয় Permission (অনুমতি) দিন।
✅ তারপর Screen অপশন নির্বাচন করে Start Now চাপুন।
✅ আপনার স্ক্রিন ক্লাসের সবার সঙ্গে শেয়ার হবে।
বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন:
📌 ভিডিও লিংক: https://youtube.com/shorts/QgwZPNySX78
সকল শিক্ষার্থীকে যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।
ধন্যবাদ।
[ 9 Out of 10 Found Helpful ]